নিজস্ব প্রতিবেদন: উৎসব আবহ এখনও রয়েছে দেশে। সামনেই দীপাবলি, ইতিমধ্যেই আগাম সতর্কতা দিয়ে রেখেছে স্বাস্থ্যমহল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। বিশেষজ্ঞদের মতে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি যা এখনও যথেষ্ট চিন্তার কারণ। যদিও কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০৬। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯০৬। রবিবার করোনায় মৃত্যু হয়েছিল ৫৬১ জনের। সোমবার সেই সংখ্যা কমলেও সাড়ে চারশোর ওপরে মৃত্যুকে উদ্বেগজনক হিসেবেই দেখা হচ্ছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জনের।


আরও পড়়ুন, Covid-19: কলকাতায় আক্রান্ত ২৫০ পার, সংক্রমণ বাড়ছে আশেপাশের জেলাগুলিতে


ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৪। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫। এই সংখ্যা গত ২৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৬৭ হাজার ৩৬৭। একদিনে ১৮ হাজার ৭৬২ জন সুস্থ হয়েছেন।


এদিকে , কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রের পাশাপাশি চিন্তা বাড়ছে বাংলাল নিয়েও। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে আক্রান্ত ৯৮৯ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ২৭৩ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৬ জন, মৃত ২ জন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)