নিজস্ব প্রতিবেদন: উত্সবের মরশুমে দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে বুধবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭। যা গত সাড়ে ৬ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৫ হাজার ৬৫৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৭০ জন।


এদিকে, পুজোর আগে স্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ। তবে বাংলাতেও বাড়ল মৃতের সংখ্যা। গত একদিনে করোনা আক্রান্ত ৬১৯ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ৬৩৭ জন। দৈনিক আক্রান্তর চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি, যা আশা জোগাচ্ছে। স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।


আরও পড়ুন, Dengue নাকি Covid-19? জ্বরে আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?


রাজ্যের স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৪৬ হাজার ০৩৭। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৮,৮৪৮।


এদিকে, তৃতীয় ওয়েভের প্রস্তুতিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। ক্রিটিক্যাল কেয়ার বেড বাড়ানো থেকে পিএসএ এবং এমজিপিএস অক্সিজেন প্লান্ট বসানো, কাজ শুরু হয়েছে সবেরই। এবার সেই কাজ সম্পন্ন করতেই ২০ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজারের কিছু বেশি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)