নিজস্ব প্রতিবেদন: বহু দিন পর দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ২৫ হাজারের কোটায় নামল আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। প্রায় ১৬০ দিন পর এতটা কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৩।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সেই সংখ্যা কমলেও অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ০৭২ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬। গত একদিনে অনেকটাই কমে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা হানায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন।


আরও পড়ুন, রোগের লক্ষণ দেখলেই, ইন্টারনেট সার্চ করার অভ্যাস রয়েছে? সাবধান হিতে-বিপরীত হতে পারে


শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৫৭ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন।  মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০। সেই তুলনায় রেকর্ড হারে সোমবার কমল করোনা সংক্রমণ।


ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে ২২ আগস্ট পর্যন্ত দেশে ৫০ কোটি ৭৫ লক্ষ ৫১ হাজার ৩৯৯টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। গত একদিনে দেশে করোনা নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৯৫ হাজার ১৬০টি।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)