নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা গ্রাফে কিছুটা স্বস্তি। দেশে দৈনিক সংক্রমণ কমল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪২ হাজার ৯০৯ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন।


আরও পড়ুন, Covid-19: অনেকখানি কমল রাজ্যের দৈনিক কোভিড আক্রান্ত, সংক্রমণে ফের শীর্ষে কলকাতা


দেশে এই মুহূর্তে মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের।বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লক্ষ ৮ হাজার ৭৯০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭০ লক্ষ ৩১ হাজার ১০৪।


প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের নিয়ে পরোক্ষ চিন্তা রয়েছে সব দেশেরই৷ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) প্রাক্তন প্রধান স্কট গটলিবের মতে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজারের কোভিড-১৯ টিকা অক্টোবরের মধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার অনুমোদন পেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)