Coronavirus: ৪৫ হাজারের ওপর দৈনিক সংক্রমণ, দেশে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা
গত সপ্তাহে সংক্রমণ কমলেও ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।
নিজস্ব প্রতিবেদন: দেশে সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমলেও ৪৫ হাজার ছাড়াল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯। গত সপ্তাহে সংক্রমণ কমলেও ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শুক্রবারের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪,৭৯১ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। করোনায় সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। কোভিড দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের।
আরও পড়ুন, Covid-19: উৎসবে গণ-উদযাপন করতে চাইলে দু'টি ডোজ আবশ্যক, জানাল কেন্দ্র
দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১০ হাজার ১৯৫। এর জেরে ফের চার লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেল অ্যাক্টিভ রোগীর সংখ্যা। দেশে এখন কোভিড অ্যাক্টিভ রোগী রয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন।
এদিকে চিন্তা বাড়ছে কেরল নিয়ে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৩২হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৫ জনের।
অন্যদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ২৭০ জনের। আক্রান্ত ৬৯৫। সংক্রমণের হার ১.৭৩%। কলকাতায় দৈনিক সংক্রমণ ১২২। উত্তর ২৪ পরগনায় ১০২ জন আক্রান্ত হয়েছেন। ৪১ জন সংক্রামিত দার্জিলিঙে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৫৪, ৪৭ এবং ৩৯।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)