Coronavirus: দেশে দৈনিক করোনা সংক্রমণে রাশ, চিন্তা মৃত্যুহারে
দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নীচে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ২০০-র কাছাকাছি।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নীচে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ২০০-র কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১৩। দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৮০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ২৩ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৪৫ জন।
সংক্রমণের পাশাপাশি স্বস্তি নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাতেও। প্রায় ১০ হাজার ১২৯ জন কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা ডোজ পেয়েছেন ১৮ লক্ষ ২২ হাজার ৫১৩। এখনও পর্যন্ত দেশে মোট টিকা ডোজ পেয়েছে ১৭৭ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৯১৪।
এবার নাকি করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave) আসার পালা! অন্তত এমনটাই বলছে IIT কানপুরের নয়া গবেষণা। গবেষকরা বলছেন, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর করোনার আরও একটি নয়া প্রজাতী সামনে আসতে পারে। তবে এর ভয়াবহতা নির্ভর করবে টিকার উপর। তিন গবেষকের মন্তব্য, রূপ বদলাতে পারে ওমিক্রন। ওমিক্রন-প্লাস হয়ে সেটা আসতে পারে।
২০২২-এর অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। যদিও সেটা কতটা ক্ষতিকর বা ভয়াভব হবে, তা এখনও বলতে পারেননি গবেষকরা।
আরও পড়ুন, Sex Reassignment Surgery: লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার! 'চরম মূল্য' দিলেন যুবক