নিজস্ব প্রতিবেদন: দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। যা গত ৯ মাসে সর্বনিম্ন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ২২৯।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১।       


আরও পড়ুন, Covid-19: পরীক্ষা কমল, বাড়ল সংক্রমণ হার, ২০০ উপরে আক্রান্ত কলকাতায়


কমছে অ্যাক্টিভ কেসও। ৫২৫ দিনের মধ্যে করোনা অ্যাক্টিভ কেস সর্বনিম্ন দেশে। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৯৩।  হিসেব বলছে, পজিটিভিটি রেটও ২ শতাংশ আরও কমেছে। যদিও এখনও দেশের কোভিড গ্রাফের শীর্ষে ৫ রাজ্য – কেরল, তামিলনাড়ু, বাংলা, মহারাষ্ট্র ও মিজোরাম।


যদিও পশ্চিমবঙ্গে অনেকটাই কমল করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৭৮২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭৯২। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮ হাজার ০৪৭। রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ৪ হাজার ৯৭৫।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)