Coronavirus: কোভিড গ্রাফে স্বস্তি, নিম্নমুখী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৮ জন। কোভিড ভাইরাস হানায় প্রাণ গিয়েছে ২৫ জনের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার বেশ কিছুটা স্বস্তি দেশের দৈনিক করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যায়। একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী দেশে কোভিড সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটা কম।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৮ জন। কোভিড ভাইরাস হানায় প্রাণ গিয়েছে ২৫ জনের।
এদিকে রাজ্যেও আক্রান্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। আক্রান্তের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। ওদিকে বীরভূমেও ফের বাড়ছে সংক্রমণ। দেশের মধ্যে যে পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কয়েকদি আগে পর্যন্ত রাজ্যে দৈিনক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাপিয়ে গিয়েছিল। সেই সংখ্যা কিছুটা কমছে গত কয়েকদিনে।
করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে ভারত। এদিন করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। রবিবার পর্যন্ত দেশের মানুষকে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ দিয়ে ফেলল দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুয়ায়ী দেশের ৯৮ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত করোনার একটি টিকা পেয়ে গিয়েছেন।
অন্যদিকে, দেশের ৯০ শতাংশ মানুষ পেয়েছেন করোনা টিকার দুটি ডোজই। দেশের ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে ৮২ শতাংশ পেয়ে গিয়েছেন করোনা টিকা প্রথম ডোজ।
আরও পড়ুন, Marburg Virus: চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর মারবার্গ ভাইরাস, প্রতি ১০ জনে ৮ জনের মৃত্যুর আশঙ্কা