নিজস্ব প্রতিবেদন: শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত প্রতিবেদন অনুসারে যে চিত্র দেখা যাচ্ছে তা স্বস্তির। যদিও বিশেষজ্ঞদের মত এই পরিসংখ্যান আপৎকালীন স্বস্তিদায়ক। লকডাউন ও কড়া বিধিনিষেধের ফলে দেশজুড়ে সংক্রমণ কিছুটা কমেছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮। একদিনে এই কোভিড ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৬০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১৩ হাজার ৯১ জন। 


আরও পড়ুন, ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দিতে প্রস্তুত Zydus Cadila! ক্লিনিকাল ট্রায়াল শেষে সিদ্ধান্ত


দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ২৪ হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ।


এখনও পর্যন্ত দেশে ৩৯ কোটি ৯৬ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১৯ লক্ষ ৯৮ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে, একমাসের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা বর্তমানে কেন্দ্রের মাথাব্যথার কারণ।