নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবারের তুলনায় সংক্রমণ অনেকটাই বেড়েছে। তবে তা এখনও ৪০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে বৃহস্পতিবার দেশের দৈনিক মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ফের পাঁচশোর গণ্ডি পার করেছে সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। দেশে করোনা কোপে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনের। কিন্তু দেশে উদ্বেগ বৃদ্ধি করছে কেরল। 


আরও পড়ুন, Covid 19: রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যুহীন দিন কলকাতায়


দেশে মোট যতজন সংক্রমিত হচ্ছেন এর মধ্যে সিংহভাগই কেরলের। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪২৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩২ জন। যদিও দেশে সুস্থতার সংখ্যাও বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৫৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন। 


এদিকে, বুধবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৪৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ৬৬০ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)