আগামী ১০ বছর থাকবে Coronavirus, দাবি Vaccine আবিষ্কারক বিজ্ঞানীর
কখনও এই ভাইরাসের প্রকোপ কমবে, কখনও বাড়বে।
নিজস্ব প্রতিবেদন- বিশ্বের সর্বপ্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারক সংস্থার বিজ্ঞানীর দাবি, আগামী দশ বছর এই মারণ ভাইরাসের অস্তিত্ব থাকবে। মার্কিন সংস্থা Pfizer-এর বিজ্ঞানীদের একটি দল ভ্যাকসিন আবিষ্কার করেছে। সেই দলের বিজ্ঞানী Ugur Sahin জানিয়েছেন, আগামী ১০ বছর করোনাভাইরাসের অস্তিত্ব থাকবে। কখনও এই ভাইরাসের প্রকোপ কমবে, কখনও বাড়বে। তবে এত সহজে এই ভাইরাস পৃথিবী থেকে সম্পূর্ণ বিদায় নেবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। তাই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য যাবতীয় সুরক্ষা নিতে হবে।
WHO-এর তরফে আগেই জানানো হয়েছিল, এই ভাইরাসের প্রকোপ আরও কয়েক বছর চলবে। এবার Ugur Sahin বললেন, ''বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। ভাইরাস এখনই বিদায় নেবে না। তবে সংক্রমণ ছড়ানো রোধ করতে হবে। ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে যা যা প্রয়োজন করতে হবে। মহামারীর আগের পৃথিবী ফিরে পেতে সময় লাগবে। তবে আমাদের নিউ নরমাল-এর সঙ্গে মানিয়ে নিতে হবে।''
আরও পড়ুন- Corona Vaccine ফতোয়া! টীকা নেবে না বলে জানিয়ে দিল দেশের ন'টি মুসলিম সংগঠন
Ugur Sahin আরও বলেছেন, ''পৃথিবীর ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের মধ্যে টীকাকরণ করতে হবে। ভবিষ্যতে আবার মহামারী পরিস্থিতি যাতে না ফেরে তাই এটা জরুরি। কোনও দেশেই হয়তো আর নতুন করে দিনের পর দিন লকডাউন হবে না। তবে ভাইরাস থেকে বাঁচতে আমাদের এককভাবে সবরকম সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে পরিস্থিতি আবার খারাপ হতে পারে।''