নিজস্ব প্রতিবেদন: বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, একদিনে ১,০৮৬টি নতুন করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এর ফলে ভারতের মোট COVID-19 সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩০,৩০,৯২৫।  সক্রিয় সংক্রমণের সংখ্যা কমে হয়েছে ১১,৮৭১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় ৭১টি নতুন মৃত্যুর ঘটনা ঘটেছে। এরফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২১,৪৮৭।


সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৩ শতাংশ বলে জানা গেছে। COVID-19 সংক্রমণ থেকে রোগমুক্তির জাতীয় হার ৯৮.৭৬ শতাংশ বলে জানিয়েছে মন্ত্রক।


আরও পড়ুন: কী করে বুঝবেন Coronavirus-এর নতুন XE variant-য়ে সংক্রমিত হয়েছেন? নজর রাখুন এই উপসর্গের দিকে


২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় COVID-19 কেসলোডে ১৮৩ টি কেসের হ্রাস রেকর্ড করা হয়েছে। মন্ত্রক দাবি অনুযায়ী দৈনিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.২২ শতাংশ।


এই রোগ থেকে মুক্তি পাওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৪,৯৭,৫৬৭। মৃত্যুর হার ১.২১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৮৫.০৪ কোটির বেশি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)