নিজস্ব প্রতিবেদন: ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও, তা আজও ১৬ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩৩৬। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪।  দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৭৯।



অন্যদিকে, ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, চিনের (China) উহান প্রদেশের একটি ল্যাবে একটি রাসায়নিক দুর্ঘটনা ঘটেছিল। ২০১৯ এ প্রথম সংক্রমণটি এখান থেকেই ঘটে অনুমান ছিল। কোভিড -১৯ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার সময়, হু এর প্রধান বলেছিলেন যে কোভিড কেস শনাক্ত হওয়ার প্রায় আড়াই বছর কেটে গেছে। তবে এটি কোথা থেকে এসেছে এবং কীভাবে এটি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে তার কোনও উত্তর এখনও পর্যন্ত নেই।


আরও পড়ুন, Coronavirus explainer: করোনা হলেও গায়ে নেই জ্বর, অথচ ডায়রিয়া হচ্ছে! এ কেমন রোগ?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)