নিজস্ব প্রতিবেদন: আগের দিনের চেয়ে রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। তবে নমুনা পরীক্ষাও যথেষ্ট কম। আক্রান্ত কমলেও বেড়েছে সংক্রমণ হার। মৃতের সংখ্যা ১১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার স্বাস্থ্য দফতরের (West Bengal Heath Department) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ১০৯ জনের। করোনা আক্রান্ত ৮০৫। সংক্রমণ হার ২.৭৭ শতাংশ। রবিবার ছিল তা ছিল ২.৩২%। ফলে সংক্রমণ হার বেড়েছে। কলকাতায় সংক্রমিতের সংখ্যা কমে হয়েছে ২২৯। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪২। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ৬৭, ৬২, ৬৯ ও ৪৫।


স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১১ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ৩ জন করে মারা গিয়েছেন। নদিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। কোভিডে সেরেছে ৮০৭ জনের। রাজ্যে সক্রিয় আক্রান্ত ৭,৮৬৯। এ দিন ৯ লক্ষ ৯৩ হাজার ৫৭৬ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।