নিজস্ব প্রতিবেদন: করোনা থেকে সেরে উঠেও রেহাই নেই। সুস্থ রোগীদের মধ্যে দেখা দিচ্ছে টিবি (TB)। সম্প্রতি মধ্যপ্রদেশে (Madhyapradesh) ঘটছে এমন ঘটনা। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন (Corona Recovered Patients) এমন ব্যক্তিরা ফের টিউবারকিউলোসিসে (Tuberculosis) আক্রান্ত হচ্ছেন। কোভিড-১৯ ভাইরাসজনিত রোগ হলেও টিবি মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যদিও উভয়ই ফুসফুস ও শ্বাসতন্ত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোপালের হামিদিয়া হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক লোকেন্দ্র দেভ জানান, 'উদ্বেগজনকভাবেই যারা টিবিতে আক্রানন্ত হয়ে আসছেন, তাঁদের প্রত্যেকে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও করোনার সরাসরি প্রভাবের ফলেই এমনটা হচ্ছে কি না তা নিয়ে এখনই চূড়ান্ত কোনো বিবৃতিতে আসার সময় আসেনি।' 


হামিদিয়া হাসপাতালে প্রতিদিন প্রায় ১২ জন রোগীই টিবিতে আক্রান্ত হচ্ছেন। উদ্বেগের বিষয়, এনাদের অনেকেরই বাড়িতে কোনো টিবি রোগী নেই। একই মত পোষণ করছেন অন্যান্য চিকিৎসকরাও। যদিও একাংশের আক্ষেপ, মধ্যপ্রদেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে টিবির আক্রমণ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরে কোনো পর্যালোচনা বা সমীক্ষা করা হয়নি।  


আরও পড়ুন: Covid 19: তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে বিশ্ব, জানিয়ে দিলেন WHO প্রধান


আরও পড়ুন: এপ্রিলেই ভয়াবহ আকার নিয়েছে Zika Virus, কোভিডের জন্য পরীক্ষাই হয়নি, জানালেন চিকিৎসকরা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)