নিজস্ব প্রতিবেদন: কোভিডের ডেল্টা প্রজাতি ( Delta Variant) নিয়ে আরও উদ্বেগ বাড়ল। নয়া মার্কিন গবেষণায় (Research) উঠে এল চাঞ্চল্য়কর তথ্য। ভ্যাকসিন নেননি এমন গর্ভবর্তী মহিলাদের (Pregnant Woman) জন্য ক্রমশ ঝুঁকির হার বাড়াচ্ছে ডেল্টা প্রজাতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেক্সাসের ডালাস শহরের প্রায় দেড় হাজারেরও বেশি কোভিড আক্রান্ত গর্ভবতী মহিলাদের উপর গবেষণা চালানো হয়। দেখা যায়, মোট ৮২ জন মহিলাই অসুস্থবোধ করতে থাকেন। যাদের মধ্যে ৮১ জন আবার ভ্যাকসিনই নেননি। ১০ জনের ভেন্টিলেশনের দরকার পড়ে এবং ২ জন মারা যান।


আরও পড়ুন: Dengue নাকি Covid-19? জ্বরে আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?


গর্ভবতী মহিলাদের মধ্যে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ২০২১ এর শুরুর দিকে ৫ শতাংশে সীমাবদ্ধ ছিল। মার্চ মাসে তা একেবারে শূন্যতে নেমে আসে। যদিও গবেষকদের দাবি, গ্রীষ্মের শুরুতেই ফের মাথাচাড়া দিতে থাকে ডেল্টা প্রজাতি। যার ফলে কোভিডে আক্রান্ত গর্ভবতী মহিলাদের ঝুঁকির হার বেড়ে ১০ থেকে ১৫ শতাংশে দাঁড়িয়েছে। এমনই তথ্য প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ অবস্টেরিক্স অ্যান্ড গাইনেকোলজি নামক গবেষণাপত্রে। 


আরও পড়ুন: Coronavirus: ১৯৭ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরেই


তবে চিকিৎসকদের মতে, কোভিডের ঝুঁকি আটকাতে সমস্ত গর্ভবতী মহিলাদের ভ্যাকসিন নেওয়া প্রয়োজন।  ইতিমধ্যেই ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গর্ভবতী মহিলাদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করেছে।  


.(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)