নিজস্ব প্রতিবেদন: রাজ্যের দৈনিক করোনা (COVID-19) সংক্রমণ দেড় হাজার ছুঁই ছুঁই। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ২২ জুন  করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের ১ হাজার ৮৫২ জন। পরিসংখ্যান বলছে ক্রমশ কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।  মৃতের সংখ্যাও কমে গিয়েছে অনেকটা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু (COVID Death in West Bengal) হয়েছে ৪৭ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪,৮৫,৪৩৮ জনে। আজ কোভিড মুক্ত হয়েছেন ২ হাজার ৩৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজারের বেশি। তবে সুস্থতার হার ৯৭.৩১%। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ২৩৩ জনের। জানা যাচ্ছে, এই মুহূর্তে ৩.৬১% হারে সংক্রমিত হচ্ছে রাজ্যে। পশ্চিমবঙ্গে হোম আইসোলেশনে রয়েছেন ১৮ হাজার ২৬ জন। সেফ হোমে আছেন ৯৪১ জন। 


এদিন রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯৮৯ জন।  যার মধ্যে ২ লাখ ৪৯ হাজার ৬০১ জন নিয়েছেন প্রথম ডোজ। ৭৮ হাজার ৩৮৮ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।