নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ আরও নিম্নগামী। তবে শনিবারের তুলনা গত একদিনে রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এর মধ্যে পূর্ব বর্ধমান ২ জন, হুগলীতে ২ জন এবং উত্তর ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মারা গিয়েছেন। এমনটাই জানা যাচ্ছে রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার শিকার হলেন মোট ১৭,৯৯৯ জন। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫,১৮,১৮১। গত একদিনে রোগমুক্ত হয়েছেন ১০১২ জন। সুস্থতার হার ৯৭.৯৫ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।


আরও পড়ুন: তৃতীয় ঢেউয়ের চিন্তার মাঝে বাড়ল সংক্রমণ! করোনা আক্রান্ত বৃদ্ধি ৭.৪ শতাংশ


আরও পড়ুন: করোনা আক্রান্ত শরীরে বাসা বাঁধতে পারে টিবি, বাড়ছে সংক্রমণ, সাবধান করল স্বাস্থ্য মন্ত্রক


স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। দৈনিক সংক্রমণের বিচারে রাজ্যে ফের শীর্ষে এই শহর। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ৭৫ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানে ৭৪ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। উত্তর ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭২ জন।