ওয়েব ডেস্ক: স্বামী-স্ত্রী-পুত্রের ছোট্ট সংসার। একার হাতে ঘরকন্না। রান্নাবান্না, ছেলেকে সামলানো, কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার, সব ঘরনির কাঁধে। বাজার চলতি ডিটারজেন্ট, সারফেস ক্লিনার বাড়িতে মাস্ট। কিন্তু সেই ডিটারজেন্ট বারোটা বাজাচ্ছে ফুসফুস, হার্টের। শিয়রে সঙ্কট আম জনতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একা হাতের সংসার। স্বামী-পুত্রকে নিয়ে সুখী পরিবার। আড়াই বছরের ছেলেকে নিয়েই হিমশিম বাঁশদ্রোণীর সুরঞ্জিতা বসু। ছেলেকে ঘিরে যাবতীয় স্বপ্ন। আর সেই স্বপ্নপূরণ করতে নিজের চাকরি ছেড়েছেন শিক্ষিকা সুরঞ্জিতা। শ্বশুর-শাশুড়ির মৃত্যুর পর ফ্ল্যাটে উঠে এসেছেন। ছেলে রণোকে ভর্তি করেছেন স্কুলে। ছোট পরিবার। তাই ঘর-বার সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন সুরঞ্জিতা।


আরও পড়ুন ঘর পরিষ্কারের জন্য ব্যবহৃত তরলই ডেকে আনে ভয়ঙ্কর বিপদ!


কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার। সব নিজের হাতে। তাই বাজারচলতি ডিটারজেন্ট, সারফেস ক্লিনারই ভরসা। রণোর দিকে তাকিয়ে ঘরদোর জীবাণুমুক্ত রাখতে যে ডিটারজেন্ট ব্যবহার করেন সুরঞ্জিতা, সেই ডিটারজেন্টই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ। শুনে তো শিউরে উঠলেন এই বাঙালি গৃহবধূ।


সবচেয়ে বড় প্রশ্নটি তুলে দিলেন সুরঞ্জিতা। একরাশ উদ্বেগ, আতঙ্ক সুরঞ্জিতার চোখেমুখে। মারাত্মক এই সমস্যার সমাধান কোথায়? উত্তর খুঁজছেন সুরঞ্জিতা।


আরও পড়ুন গলি ক্রিকেটে ডান হাতে ব্যাট করেও সৌরভের দাদাগিরি!