জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার ভয় এখনও কাটেনি। এরই মধ্যে আরও এক ভাইরাসের আতঙ্কে ত্রস্ত আফ্রিকা। যার নাম মারবুর্গ ভাইরাস (Marburg Virus)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র (WHO) মতে, অত্যন্ত সংক্রামক এই ভাইরাস। মারণ ক্ষমতা প্রায় ৮৮ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘানার দক্ষিণাংশে আশাতি এলাকায় দু'জনের শরীরে এই ভাইরাসের প্রমাণ মিলেছিল। ইতিমধ্যে ওই দু'জনেরই মৃত্যু হয়েছে। 


এই ভাইরাসের উপসর্গ কী কী?


চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মারবুর্গ ভাইরাসে (Marburg Virus) আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার মতোই কিছু উপসর্গ মিলেছে। জ্বর, বমি এবং প্রচণ্ড মাথা ব্যথা, এর অন্যতম উপসর্গ। 


এই প্রথম নয়, আগেও গুয়ানাতে মারবুর্গ ভাইরাসের (Marburg Virus) উপস্থিতি মিলেছিল। বহু দশক আগে দক্ষিণ এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে মারবুর্গ ভাইরাসের (Marburg Virus) উপস্থিতি মিলেছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)