নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউয়ের আগে চিন্তা বাড়ল রাজধানী। গত তিন মাসে দিল্লিতে করোনা নমুনা পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ নমুনায় কোভিড-১৯ এর ডেল্টা প্রজাতির উপস্থিতি পাওয়া গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দিল্লি সরকার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য করোনা নমুনা পাঠাতেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজধানীর জন্য কোভিড ব্যবস্থাপনায় নয়া নীতি নিয়েছে কেজরিওয়াল সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিল্লি। সেই বিপর্যয় যাতে তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে না আসে তাই স্বাস্থ্য বিভাগ করোনার নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। 


আরও পড়ুন, Corona Update: তৃতীয় ঢেউয়ের আতঙ্কে নিম্নমুখী সংক্রমণ গ্রাফ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও


জানা গিয়েছে জুলাই থেকে আজ পর্যন্ত পাঠানো নমুনার ৮৩.৩ শতাংশ নমুনায় করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রমক প্রজাতি ডেল্টা ভ্যারিয়েন্ট (B.1.617.2) সনাক্ত করা গিয়েছে। মে এবং জুন-এ এই প্রজাতির উপস্থিতি ছিল যথাক্রমে ৮১.৭ শতাংশ এবং ৮৮.৬ শতাংশ। এপ্রিলে ছিল ৫৩.৯ শতাংশ উপস্থিতি। 


পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)তে পাঠানো দিল্লির ৫৭৫২টি নমুনার মধ্যে ১৬৮৯টিতে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। কোভিডের আলফা এবং ডেল্টা দুই প্রজাতিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা  "variants of concern" আখ্যা দিয়েছে। ডেল্টার প্রকোপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)