নিজস্ব প্রতিবেদন: টিকার জোগান বাড়াতে মরিয়া কেন্দ্র। স্পুটনিক ভিকে অনুমোদন দিল ভারত। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।  আজই স্পুটনিক ভি নিয়ে ছিল বৈঠক। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। স্পুটনিক ভ রুশ ভ্যাকসিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার সঙ্গে লড়াই করার জন্য কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পাশাপাশি এবার ভারতের হাতে থাকবে স্পুটনিক ভি।  সূত্রের খবর, ভ্যাকসিনের আকাল মেটাতে চলতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আরও পাঁচটি টিকা উৎপাদনকারী সংস্থা ভারতের হাতে তুলে দেবে ভ্যাকসিন। যার মধ্যে সবার প্রথমে পাওয়া যাবে স্পুটনিক ভি। এছাড়া রয়েছে জনসন অ্যান্ড জনসন, নোভাভ্যাক্স, জ়াইডাস ক্যাডিলা-র টিকা ও ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজ়াল ভ্যাকসিন। 


জানা গিয়েছে, ২০টি প্রতিষেধক এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ে পরীক্ষামূলক স্তরে রয়েছে।