ওয়েব ডেস্ক: যত দিন যাচ্ছে, তত আমাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সম্প্রতি হৃদরোগ বিশেষজ্ঞরা হার্ট অ্যাটাক, স্ট্রোকজাতীয় হৃদরোগের বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন। হৃদরোগের অন্যতম কয়েকটি কারণ হল, অনিয়মিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর ডায়েট, ওবেসিটি, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হৃদরোগ হওয়ার প্রবণতা, প্রভৃতি। পাশাপাশি গবেষকরা সমীক্ষা করে জানিয়েছেন যে, হৃদরোগের প্রবণতা ছেলেদের তুলনায় মেয়েদের কম। এবং ছেলেদের থেকে দেরিতে মেয়েরা হৃদরোগে আক্রান্ত হয়। কিন্তু কেন এমন হয়? জানেন কারণটা কি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গবেষকরা জানাচ্ছেন, নারী-পুরুষের শরীরে হরমোন আলাদা আলাদা রকমের হয়। হরমোনের প্রভাবে মেয়েরা ছেলেদের থেকে দেরিতে হৃদরোগে আক্রান্ত হয়। এছাড়াও তাঁরা জানাচ্ছেন, মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি শরীরের দিকে নজর দেন, অনিয়মিত লাইফস্টাইলে তুলনায় কম চলেন। গবেষকরা ছেলেদের হৃদ-কোষ এবং মেয়েদের হৃদ-কোষের মধ্যে তফাত্‌ খুঁজে পেয়েছেন। যাতে বোঝা যায়, হার্ট সংরক্ষণকারী হরমোন ইস্ট্রোজেনের পরিমান বেশি থাকে মেয়েদের শরীরে। এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখার নিয়মও মেয়েরা বেশি মেনে চলে ছেলেদের তুলনায়।


কীভাবে হার্ট ভালো রাখবেন?


১) ধূমপান বন্ধ করতে হবে। বা কম করতে হবে।
২) মদ্যপান বন্ধ করতে হবে। বা মদ্যপানে সংযত হতে হবে।
৩) যথাযথ ঘুমের প্রয়োজন।
৪) নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৫) ডায়েট মেনে খাবার খেতে হবে।
৬) অনিয়মিত লাইফস্টাইল চলবে না।
৭) খাবারে নুন এবং চিনির পরিমান কম করতে হবে।


কোনও অসুখের ভয় নেই, পোষ্যদের সঙ্গে বাচ্চাদের থাকতে দিন, বলছেন গবেষকরা