ওয়েব ডেস্ক : বর্তমানকালে ওভারিয়ান সিস্ট এক গুরুতর সমস্যা। যুবতী থেকে মহিলাদের মধ্যে ওভারিয়ান সিস্টের হার অনেকাংশেই বেড়ে গেছে। ওভারির মধ্যে যে মাংস বৃদ্ধি ঘটে, তাই হল ওভারিয়ান সিস্ট। কখনও তা শুধুই মাংসল হয়, কখনও তার মধ্যে তরল পদার্থও জমা থাকে। প্রথম প্রথম সেরকম কোনও শারীরিক সমস্যা তৈরি না হলেও, সিস্ট যত বাড়তে থাকে নানা ধরনের সমস্যা দেখা দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওভারিয়ান সিস্টের প্রাথমিক উপসর্গ-
১) পেট ফুলে ওঠা
২) মলত্যাগে যন্ত্রণা
৩) পিরিয়ডের আগে ও পিরিয়ড চলাকালীন অসহ্য যন্ত্রণা
৪) ইন্টারকোর্সে যন্ত্রণা
৫) পিঠের নিম্নাংশে, থাইয়ে যন্ত্রণা
৬) স্তন ঝুলে যাওয়া
৭) গা গোলানো ও বমি


ওভারিয়ান সিস্টের গুরুতর উপসর্গ-
১) পেলভিকে অসহ্য যন্ত্রণা
২) জ্বর
৩) অজ্ঞান হয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব
৪) হাঁফানি, হাঁপিয়ে যাওয়া


আরও পড়ুন, যৌন উত্তেজনা বাড়ায় শুকনো লঙ্কা, কমায় রক্তচাপ