ওয়েব ডেস্ক: ব্রণ, অ্যাকনে, দাগ ছোপ। এখন এটাই আমাদের সকলের প্রধান চিন্তার বিষয়। দাগহীন নিখুঁত চেহারা দিন দিন কমে যাচ্ছে। সুন্দর মুখ ঢেকে যাচ্চে দাগ ছোপে। আপনারও কি এই একই সমস্যা? ব্রণ, অ্যাকনের দাগে লজ্জায় বাড়ির বাইরে বেরোতে পারছেন না? তাহতে অবশ্যই এই পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করুন। নিশ্চিত আপনি দাগের হাত থেকে মুক্তি পাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) মুখের যে কোনও দাগ নির্মূল করতে পাতিলেবুর রস খুবই উপকারী। দাগের জায়গায় রোজ যদি পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে দাগ ছোপ ধীরে কমে যাবে।


২) মধু আমাদের চামড়ার পক্ষে খুবই উপকারী। অ্যাকনের বা ব্রণ-র দাগ কমানোর জন্য প্রত্যেকদিন রাতে সারা মুখে মধু মেখে শুয়ে পড়ুন। আর সকালে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।


৩) অ্যালোভেরা শুধু রোদের তাপ থেকেই আমাদের চামড়াকে বাঁচায় না। অনেক গুণ রয়েছে অ্যালোভেরার। চামড়ার ক্ষতিগ্রস্থ টিশুগুলিকে সরিয়ে নতুন টিশু তৈরি করতে খুব সাহায্য করে অ্যালোভেরার রস। এটি দিনে ২ বার মুখে লাগান। কিছুক্ষন পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।