নিজস্ব প্রতিবেদন: ৬ মাস নয়, ৯ মাস পর নেওয়া যাবে করোনা টিকা। করোনা (COVID) আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠার পর করোনা ভ্যাকসিন নেওয়ার গ্যাপ বাড়ানোর পরামর্শ দিল  সরকারি বিশেষজ্ঞ প্যানল। মঙ্গলবারের বৈঠকে করোনা জয়ীদের ৯ মাস পর করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বিশেষজ্ঞ প্যানেল টাইমলাইন পর্যালোচনা করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। সেখানে যে ডেটা দেখা গিয়েছে তাতে ৯ মাস পর্যন্ত অ্যান্টিবডি থাকবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 


তবে World Health Organisation-র নির্দেশিকা অনুযায়ী, করোনা মুক্ত হওয়ার ৬ মাস পর ভ্যাকসিন নিতে হবে। সরকারি বিশেষজ্ঞ প্যানলের পরামর্শের বিরোধিতা করেছে একদল চিকিৎসক। তাঁদের মতে “কোনওকিছুই ৬ মাসের বেশি মানেই ঝুঁকিপূর্ণ। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর অ্যান্টিবডি থাকে ৬ সপ্তাহ পর্যন্ত, ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে এর থেকে বেশি দেরি করলে আবার করে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে''।


সরকারি বিশেষজ্ঞ প্যানল গত মঙ্গলবার করোনা জয়ীদের ৯ মাস পর করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে, তা এখনও গ্রাহ্য হয়নি।