জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে অ্যাডিনো হানার মাঝেই ফের আতঙ্ক ছড়াচ্ছে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হরিয়ানা এবং কর্নাটকে এই ভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। কর্নাটক থেকে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়, দ্বিতীয় মৃত্যু হরিয়ানাতে হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই, এই ভাইরাসের দাপট বেড়েছে দেশে। H3N2 ভাইরাসের জেরে প্রায় ৯০ জন আক্রান্ত হয়েছে। H1N1 ভাইরাসের আটটি ক্ষেত্রেও রিপোর্ট করা হয়েছে। H3N2 ইনফ্লুয়েঞ্জা "হংকং ফ্লু" নামেও পরিচিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, World Kidney Day: কী ভাবে এড়াবেন কিডনির মারণ অসুখ? মাত্র এই ক'টি বিষয় মেনে চলুন...


এই ভাইরাসটি ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। চিকিত্সকরা অবশ্য  আতঙ্কিত হতে বারণ করেছে।  বরং জ্বর বেশিদিন থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলা হচ্ছে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা ইত্যাদি। কলকাতা শহরের এইচ১এন১ ভাইরাস মাথাচাড়া দিচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানাচ্ছে, দেশের কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এইচ৩এন২ প্রজাতি ছড়িয়েছে।


ইনফ্লুয়েঞ্জার এই প্রজাতি সবচেয়ে বেশি ছোঁয়াচে ও বিপজ্জনক। এই ভাইরাল স্ট্রেন একবার শরীরে ঢুকলে তাড়াতাড়ি সংখ্যায় বাড়তে পারে এবং আক্রান্তের থেকে দ্রুত ছড়াতেও পারে। জ্বরের পাশাপাশি, এই ভাইরাসের আক্রমণে কাশি, নাক থেকে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, গলাব্যথা ও মাথাব্যথার মতো উপসর্গ লক্ষ করা যায়। অনেকের ক্ষেত্রে ডায়েরিয়া, বমি, সারা শরীরে যন্ত্রণা। অন্যান্য উপসর্গ ৩ দিনের মাথায় কমতে শুরু করলেও কাশির সমস্যা কমতে ১৫ দিনের বেশি লাগছে।


চিকিৎসকদের মতে, কোভিড পরবর্তী সময়ে শিশুদের ফ্লুয়ে আক্রান্তের হার প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফ্লু প্রতিরোধের জন্য শিশুদের এবং পূর্ণবয়স্কদের আলাদা দু’টি টিকা রয়েছে। যদিও ফ্লু-তে আক্রান্ত হওয়ার পর এই টিকা নিলে বিশেষ লাভ হবে না।



আরও পড়ুন, Adeno Virus: অ্যাডিনো আতঙ্ক, বাড়ছে শিশু মৃত্যু; কলকাতায় কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)