নিজস্ব প্রতিবেদন: মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) গবেষকরা জানাচ্ছে, যে শ্বাস আটকে রাখলে করোনা সংক্রমণের হওয়ার ঝুঁকি বাড়তে পারে। গবেষকরা একটি পরীক্ষাগারে শ্বাস-প্রশ্বাসের ফ্রিকোয়েন্সি মডেল তৈরি করেছিলেন। যেখানে তারা দেখছিলেন, কীভাবে ফুসফুসে ভাইরাস তাঁর অবস্থান বিস্তার করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিয়ার-রিভিউড জার্নাল ফিজিক্স অফ ফ্লুয়েডেও এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাতে দেখা গিয়েছে, শ্বাস প্রশ্বাস ধীর গতিতে হলে ভাইরাসের প্রাধান্য বিস্তারের সম্ভাবনা বেড়ে যায়। খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ছে। গবেষকরা জানিয়েছে, “COVID-19 গভীর পালমোনোলজিক সিস্টেমিক রোগ সম্পর্কে আমাদের অবগত করতে সাহায্য করেছে। গবেষণায় দেখা গিয়েছে, কীভাবে  ফুসফুসের গভীরে কণা জমা হয়। সেই রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে।


গবেষকরা জানিয়েছন, যে তারা দেখেছেন শ্বাস ধরে রাখা এবং শ্বাস প্রশ্বাসের হার কম থাকলে ফুসফুসে ভাইরাস জমার সম্ভাবনা বাড়তে পারে। তাই গবেষকদের দাবি শ্বাস প্রশ্বাস যাতে স্বাভাবিকভাবে সম্পন্ন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।