নিজস্ব প্রতিবেদন: হেপাটাইটিস বি প্রাণঘাতী মারাত্মক রোগ। পৃথিবীর প্রায় ৩ কোটি মানুষ প্রতি বছর হেপাটাইটিস বি-তে আক্রান্ত হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মতে, সারা বিশ্বে ২০০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং ৪০ কোটির বেশি মানুষ এই রোগের জীবানু অজান্তেই বহন করে চলেছেন। চিকিত্সকদের মতে, হেপাটাইটিস-বি এইডসের চেয়ে বেশি সংক্রামক। এইডসের কারণে পৃথিবীতে এক বছরে যত জনের মৃত্যু হয়, প্রতিদিন তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয় হেপাটাইটিস-বি-র কারণে। হেপাটাইটিস বি-র সবচেয়ে ভয়াবহ দিকটি হল, এর উপসর্গ বা লক্ষণগুলি অত্যন্ত সাধারণ। ফলে হেপাটাইটিস বি-র সংক্রমণ মারাত্মক আকার ধারণ করার আগে পর্যন্ত আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না যে তিনি এই রোগের শিকার। প্রথমিক স্তরেই যদি এই প্রাণঘাতী এই রোগের চিকিত্সা শুরু করা যায়, তবেই রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য এ রোগের লক্ষণগুলিকে প্রথমিক পর্যায়ে চেনা অত্যন্ত জরুরি। চলুন আজ চিনে নেওয়া যাক হেপাটাইটিস বি রোগের প্রথমিক লক্ষণগুলিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) সব সময় অবসন্ন বোধ করা।


২) বেশীরভাগ সময়েই মাথা ব্যথা করা।


৩) হঠাত্ হঠাত্ গা চুলকাতে থাকা।


৪) হাড়ের জয়েন্টে (অস্থিসন্ধিতে) ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করা।


৫) সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া।


৬) সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন তখন বমি হওয়া।


৭) চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।