নিজস্ব প্রতিবেদন: ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। অর্থাৎ, দেশে করোনায় সুস্থতার হার ৮০.৯ শতাংশ। শেষ তিনদিনে প্রতিদিন দেশে সুস্থ হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ।



কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৮৮,৯৩৫ জনের। দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ, কমেছে মৃত্যুর হারও।



আরও পড়ুন: করোনা সংক্রমণ থেকে কতটা সুরক্ষিত গর্ভবতী মায়েরা, কতটা সুরক্ষিত নবজাতক!


মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) টুইট করে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ৬ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার ৭৭৯ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ২১ সেপ্টেম্বরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ১৮৫ জনের। ফলে সব মিলিয়ে দেশজুড়ে করোনা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হচ্ছে।