ভারতে এমনই মারাত্মক আকার নিতে পারে জিকা ভাইরাস!
সিঙ্গাপুরে ১৩ জন ভারতীয় নাগরিকের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে চিকিত্সক মহলের নতুন বক্তব্য আরও বিতর্ক ও আতঙ্ক ছড়াল ভারতজুড়ে।
ওয়েব ডেস্ক : সিঙ্গাপুরে ১৩ জন ভারতীয় নাগরিকের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে চিকিত্সক মহলের নতুন বক্তব্য আরও বিতর্ক ও আতঙ্ক ছড়াল ভারতজুড়ে।
আরও পড়ুন- মশা নাকি সকলকে কামড়ায় না!
সম্প্রতি, এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ভারতের একাধিক জায়গা জিকা ভাইরাস সৃষ্টি হওয়ার জন্য উপযুক্ত। আর তাই এখানে অতি সহজেই বাসা বাঁধতে পারে এই মারণ ব্যধি।
ইতিমধ্যেই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। সংক্রামক এই ব্যধিতে সেখানে মৃত্যুও হয়েছে বহু মানুষের। জিকার প্রভাব দেখা গেছে আমেরিকার বিভিন্ন এলাকাতেও।
ভারত ছাড়াও এই রোগের প্রভাব দেখা দিতে পারে ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম, পাকিস্তান ও বংলাদেশে।