আরও বাড়ল দৈনিক সংক্রমণ সংখ্যা! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন
সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ ।
নিজস্ব প্রতিবেদন: আবার রেকর্ড! নিজের রেকর্ড নিজেই ভাঙতে সিদ্ধহস্ত করোনা। দেদার সংক্রমণে সে যে কতটা এক্সপার্ট, তা বোঝা যায় রোজকার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত করোনা রিপোর্ট থেকে। যা প্রকাশিত হওয়ার পরই, কপালে চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্যকর্মী-ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের। ৪ গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। যা গতকালের চেয়ে প্রায় অনেকটাই বেশি। গত কাল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ছিলেন ৪ লক্ষ ১২ হাজারের খনিক বেশি। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ৩১ হাজার ৫০৭ জন।
গতকালের তুলনায় কমেছে মৃত্যু সংখ্যা। গতকাল ২ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। আজকের রিপোর্ট বলছে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। মোট করোনায় আক্রান্ত পৌঁছল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ০৮৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ ।
মোট ভ্যাকসিন পেয়েছেন ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮ জন।