Covid 19: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ; একদিনে সংক্রমণ ২৭০১, মৃত ১৪
Covid 19 থেকে আরোগ্যলাভ করেছেন মোট ৪২৬০৭১৭৭ জন। এছাড়াও মৃত্যু হার হয়েছে ১.২২ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ভারতে একদিনে ২৭১০ নতুন করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এরফলে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ৪,৩১,৪৭,৫৩০। এর সঙ্গেই দেশে সক্রিয় সংক্রমণ বেড়ে হয়েছে ১৫৮১৪। ভারতের কোভিড -১৯-র কারনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২৪,৫৩৯। ২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৪০০ সংক্রমণের বৃদ্ধি পাওয়া গেছে।
জানা গেছে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। এই রোগ থেকে আরোগ্য লাভের জাতীয় হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ মন্ত্রক সূত্রে জানা গেছে প্রাত্যহিক সংক্রমণের হার ০.৫৮ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫২ শতাংশ।
অন্যদিকে এই রোগ থেকে আরোগ্যলাভ করেছেন মোট ৪২৬০৭১৭৭ জন। এছাড়াও মৃত্যু হার হয়েছে ১.২২ শতাংশ।
আরও পড়ুন: Monkeypox: নেই ওষুধ, ভরসা একমাত্র এই ভ্যাকসিন! 'ভয়ঙ্কর' মাঙ্কিপক্সের মারণক্ষমতা কতখানি
এখনও পর্যন্ত দেশে মোট ১৯২.৯৭ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।