নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউতে ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা, এই আশঙ্কা মাথায় রেখে শিশুদের দেহে টিকাকরণের ট্রায়াল শুরু হয়। কিন্তু এর মধ্যেই বড় ধাক্কা খেল সিরাম ইনস্টিটিউট। ২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সংস্থার কোভাভ্যাক্স টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার (DCGI) বিশেষজ্ঞ কমিটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি হচ্ছে। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম।


আরও পড়ুন, Corona Update: ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু, মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই


যেহেতু এখনও কোনও দেশ কোভাভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি, সেই কারণ দেখিয়ে ভারতে শিশু, কিশোর ও তরুণদের উপর এই টিকার প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে না। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী, ২১ দিনের ব্যবধানে শিশুদের দুটি ডোজ দেওয়ার ছ’ মাস পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই ট্রায়াল বন্ধ থাকছে আপাতত।


সংস্থার তরফে জানান হয় যে ২-১৭ বছর বয়সী মোট ৯২০ জনের উপর কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। যদিও প্রথমে ১৮ ঊর্ধ্বদের দেহে এই টিকা প্রয়োগ করে তা খতিয়ে দেখতে সেরামকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে তৃতীয় ট্রায়ালের ফলাফল, পার্শ্বপ্রতিক্রিয়ার হার দেখার পরই শিশুদের দেহে এই টিকার ট্রায়ালের অনুমতি দেওয়া হবে। 


ভারত সহ মধ্য ও নিম্নবিত্তদের দেশগুলোর জন্য এই টিকার নির্মাণ বলে দাবি করা হয়। আমেরিকান বায়োটেকনোলজি সংস্থা নোভাভ্যাক্সের এনভিএক্স-কোভ২৩৭৩ (NVX-coV2373) প্রতিষেধককে সেরামের সংস্থা তাঁদের কোভিশিল্ডের সঙ্গে নাম মিলিয়ে কোভাভ্যাক্স নামকরণ করেছে।