লাখের কাছে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ২ হাজার ৪২৭ জন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন: দেশে দৈনিক কোভিড সংক্রমণ নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। একেরবারে লক্ষ্যের কাছে এসে পৌঁছল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সেই তুলনায় কমছে না মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে।
এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ ১৮০ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯৭৫।
এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)