আক্রান্তের সংখ্যা অনেকটা কমল ২৪ ঘণ্টায়, কোভিড মুক্ত ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন
এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জন।
নিজস্ব প্রতিবেদন: ১ লাখে গণ্ডিতে ঢুকল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা। স্বস্তির বার্তা তো বটেই! স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত দৈনিক আক্রান্তের সংখ্যা একটু হলেও আশার আলো দেখাচ্ছে। দেশে পরপর পাঁচদিন ধরে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ (Corona Infections)। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। রবিবার সেই সংখ্যাটি ছিল ২ লক্ষ ২২ হাজারের বশি। তবে গতকালের চেয়ে মৃত্যু সংখ্যা অনেকটাই কম। কিন্তু একদিন মৃত্যু সংখ্যা কমলে দেখা যাচ্ছে দ্বিতীয় দিনই এক লাফে অনেকটা বেড়ে যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩,৫১১ জনের। যা গতকাল ছিল ৪ হাজার ৪৫৪ জন। গত পরশুর প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৭৪১ জনের। শনিবার আবার সেই সংখ্যাটি ছিল ৪ হাজার ১৯৪ জন।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৪৭৪ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন। করোনায় এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ০৭ হাজার ২৩১ জনের।
এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জন।