নিজস্ব প্রতিবেদন: চিন্তা বাড়াচ্ছে দেশে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্য়া। বৃহস্পতিবার ফের দেশের দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াল ৩০ হাজারের বেশি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। বুধবারের তুলনায় যা যথেষ্ট বেশি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৩০৩ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩১ জনের। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৩ হাজার ৪২৮ জন। করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন। দেশে সক্রিয় রোগী ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন।


আরও পড়ুন: Covid-19: ছয় থেকে আট মাসেই করোনা থেকে 'মুক্তি'? কী বলছেন বিশেষজ্ঞরা?


আরও পড়ুন: Covid 19: কোভিড নেগেটিভ হয়েও ভাইরাস ছড়াচ্ছেন, চিনে ফের সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে এই ব্যক্তি


মাথা ব্যথা সেই কেরলে। সেখানে গতকাল আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৮১ জন। সেরাজ্যে মৃত্যুও হয়েছে ২০৮ জনের। করোনা প্রতিরোধে টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।  দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৭৬ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সংখ্য়াটা ৬৪ লক্ষ ৫১ হাজার ৪২৩ জন।