নিজস্ব প্রতিবেদন: জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অগাস্টের মধ্যেই দেশে ফের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ আগামী ১০০ থেকে ১২৫ দিন খুবই আশঙ্কাজনক। দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমের দিকে। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ৩৮ হাজার ১৬৪ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কিছুটা কমেছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬৬০ জন।


সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জনের। 


আরও পড়ুন:  বেড়াতে যাবেন? ভ্রমননীতিতে বদলে গেল করোনা পরীক্ষার নিয়ম


দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ০৩ লক্ষ ০৮ হাজার ৪৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। 



গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এর মধ্যে পূর্ব বর্ধমান ২ জন, হুগলীতে ২ জন এবং উত্তর ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মারা গিয়েছেন। এমনটাই জানা যাচ্ছে রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার শিকার হলেন মোট ১৭,৯৯৯ জন। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫,১৮,১৮১। গত একদিনে রোগমুক্ত হয়েছেন ১০১২ জন। সুস্থতার হার