২৪ ঘণ্টায় দেশে Corona আক্রান্ত ৩ লাখ ৮২ হাজার ৩১৫, সুস্থ ৩ লাখ ৩৮ হাজার ৪৩৯
মোট ভ্যাকসিন পেয়েছেন ১৬ কোটি ০৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জন।
নিজস্ব প্রতিবেদন: বুধবার ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। যা গতকালের চেয়ে প্রায় ২৫ হাজার বেশি। গতকালই ২ কোটি পার করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কাল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ছিলেন ৩,৫৭,২২৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার অনেকটাই বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ৩৮ হাজার ৪৩৯ জন। যা গতকাল ছিল ৩ লাখ ২০ হাজারের একটু বেশি।
গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। যা গতকাল ছিল ৩৪৪৯ । মোট করোনায় আক্রান্ত ২ কোটি ০৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৭৩১ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ১৮৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯ । প্রসঙ্গত, একটু একটু করে ক্রমশ বেড়ে চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। যা বড়সড় চিন্তার কারণ।
মোট ভ্যাকসিন পেয়েছেন ১৬ কোটি ০৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জন।