Coronavirus in India: ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু সামান্য কম
বেড়ে চলেছে অ্য়াকটিভ কেসের সংখ্যাও।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউয়ে আশঙ্কা অমূলক নয় একেবারেই। দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে অ্যাকটিভ কেসও। কেরল তো বটেই, ১০টি রাজ্যকে আগাম সতর্ক করল কেন্দ্র। তবে বাংলাকে ক্ষেত্রে এমন কোনও নির্দেশ আসেনি এখনও।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট, গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৪১ হাজার ৮৩১ জন। যা গতকালে তুলনায় সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৫৫ হাজার। আর মৃতের সংখ্যা? আপাতত ৪ লক্ষ ২৪ হাজার ৩৫১ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪১ জন, গতকাল তুলনায় সামান্য কম।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩ হাজার ২৫৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে তো বটেই দৈনিক আক্রান্তের তুলনাতেও বেশ খানিকটা কম। অর্থাৎ, সামান্য হলেও বেড়েছে অ্যাকটিভ কেস।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)