নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টায় এক লাফে অনেকটা বেড়ে গেল আক্রান্তের সংখ্যা। গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল  ৩০ হাজার। যা ছিল বিগত ১২৫ দিনে সবচেয়ে কম। কিন্তু সেই সংখ্যাই আজ এক লাফে পৌঁছে গেল ৪২ হাজার ০১৫-য়ে। কিন্তু সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। মৃতের সংখ্যাও এক লাফে পৌঁছে গিয়েছে ৩ হাজার ৯৯৮ জনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭ হাজার ১৭০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০। 



ভ্যাকসিন নিয়েছেন ৪১ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪৫৫ জন।