নিজস্ব প্রতিবদন:ডেল্টা প্লাস ভেরিয়েন্টের উদ্বেগের মাঝে, ৫০ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জনে। গতকাল দেশে  ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৫৪ হাজার  ৬৯ জন। এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫২৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৬ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার  ৮৬৮ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধে ৯০% কার্যকরি টিকা, বলছে Pfizer-এর গবেষণা



আরও পড়ুন: Amikacin-এর ক্রমাগত ব্যবহারে নষ্ট হতে পারে শ্রবণ শক্তি, বলছেন চিকিৎসকরা


গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ৩২৯ জনের। যা গতকালের চেয়ে বেশি।  মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি  ০১ লক্ষ ৩৪ হাজার ৭০৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯১ লক্ষ ২৪ হাজার ২৬৭ জন। সুস্থতার হার বেড়েছে ৯৬.৫৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ২.৬৭ %। 


আরও পড়ুন: রাজ্যের করোনাচিত্র অপরিবর্তিত, সংক্রমণ দু'হাজারের নীচেই, মৃত্যু সামান্য বাড়ল


দেশে মোট ভ্যাকসিন পেয়েছেন ৩০ কোটি ৭৯ লক্ষ ৪৮ হাজার ৭৪৪ জন।