Covid Update: লাখের নিচেই করোনা আক্রান্ত, ২৪ ঘণ্টায় বাড়ল মৃতের সংখ্যা
মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই। মৃতের সংখ্যাও গতকালের তুলনায় সামান্য বেড়েছে।
নিজস্ব প্রতিবেদন: গতকাল ৬৩ দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের (Covid Update) সংখ্যা কমেছে লাখের নিচে। কিন্তু আজ প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৫৯৬ (Covid Update) । যা গতকালের তুলনায় সামান্য বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন। বিশেষজ্ঞদের মতে কাটতে চলেছে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ, ক্লান্ত ভারতবর্ষ। তবে মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই। মৃতের সংখ্যাও গতকালের তুলনায় সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু (Death toll) হয়েছে ২ হাজার ২১৯ জনের। দেশে করোনায় আক্রান্ত (Covid Update) হয়ে মোট মৃতের সংখ্যা(Death toll) গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ০৬৯।
এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। গত কালের তুলনায় অনেকটাই কম। মোট সুস্থ (Total discharge) হয়েছেন ২ কোটি ৭৫ লক্ষ ০৪ হাজার ১২৬ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ০৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন (discharge) ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন।
এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন। এত দিনে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩৭ কোটি ১ লক্ষ ৯৩ হাজার ৫৬৩ জনের। যার মধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৮৫ হাজার ৯৬৭ জনের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)