Covid Vaccination: কবে থেকে দেওয়া হবে ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন, ইঙ্গিত দিল কেন্দ্র
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়(Mansukh Mandaviya) আজ এক টুইট করে জানিয়েছেন, এখনওপর্যন্ত ১৫-১৮ বছর বয়সী ৩.৫ কোটি জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের(Covid Third Wave) মধ্যে দিয়ে চলছে গোটা দেশ। ইতিমধ্যেই দেশে মোট ১৫৭ কোটি ডোজ ভ্যাকসিন দিয়ে ফেলেছে কেন্দ্র। পাশাপাশি গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫-১৮ বয়সীদের ভ্যাকসিন। তবে বহুদিনের দাবি ছিল ১৫ বছরের কমবয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না কেন। এবার সেটাই করতে চলেছে কেন্দ্র।
সোমবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ১২-১৪ বছর বয়সীদের ভ্য়াকসিন দেওয়ার কথা জানালেন কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপ অব ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অব ইমিউনাইজেশন(NTAGI)-এর চেয়ারম্য়ান ডা এন কে অরোরা(Dr NK Arora)। পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা অরোরা জানিয়েছেন আগামী মার্চ মাস থেকে ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন(Covid Vaccine) দেওয়া শুরু করবে কেন্দ্র। ১৫-১৮ বছর বয়সীদের ভ্য়াকসিন দেওয়া শেষ হলেই ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে।
আরও পড়ুন-লটারির টিকিট কেটে ১ কোটি পেলেন অনুব্রত মণ্ডল!
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়(Mansukh Mandaviya) আজ এক টুইট করে জানিয়েছেন, এখনওপর্যন্ত ১৫-১৮ বছর বয়সী ৩.৫ কোটি জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রের টার্গেট ৭.৪ কোটি। এখনওপর্যন্ত ১২ বছরের বেশি বয়সীদের জন্য ২টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এগুলি হল ভারতে বায়োটেকের কোভ্যাকসিন(Covaxin) ও জাইলাস ক্যাডিলার জাইকোভ ডি(ZyCoV-D)।
করোনার বাড়বাড়ন্ত রুখতে গত বছর ১৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করে কেন্দ্র। তবে সবাইকে নয়। পরে ১ মার্চ ও ১ এপ্রিল দুটি পর্যায়ে ভ্যাকসিন দেওয়া শুরু করে কেন্দ্র। এখনওপর্যন্ত গোটা দেশে দেওয়া হয়েছে ১৫৭ কোটি ভ্যাকসিন ডোজ।