৩৫০টি ওষুধকে নিষিদ্ধ করল স্বাস্থ্য মন্ত্রক, এতে আপনার চেনা ওষুধও আছে!
বেশ কয়েকদিন ধরেই কাশি হচ্ছে। ডাক্তার দেখানোর সময় নেই। ঝটপট দোকান থেকে কিনে নিলেন কোরেক্স বা ফেনসিডিল। ভুলেও এই কাজ আর করবেন না। কাশি কমাতে গিয়ে শিকার হতে পারেন মারাত্মক রোগের।
ওয়েব ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই কাশি হচ্ছে। ডাক্তার দেখানোর সময় নেই। ঝটপট দোকান থেকে কিনে নিলেন কোরেক্স বা ফেনসিডিল। ভুলেও এই কাজ আর করবেন না। কাশি কমাতে গিয়ে শিকার হতে পারেন মারাত্মক রোগের।
বাজারে চলতি ৩৫০টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ বাজেয়াপ্ত করল কেন্দ্র স্বাস্থ্য দফতর। তাড়াতাড়ি রোগ সারানোর জন্য প্রায়ই আমরা খেয়ে থাকি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ। কিন্তু সমীক্ষায় দেখা গেছে বাজারে এমন কিছু ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ পাওয়া যাচ্ছে, যা থেকে হতে পারে ব্রেইন ড্যামেজ। এইসব ওষুধে বেশি মাত্রায় থাকছে কোডেইন। এই কোডেইন মারাত্মক ভাবে ক্ষতি করতে পারে মানুষের ব্রেইনের। এইসব ওষুধের মধ্যে রয়েছে কোরেক্স, ফেনসিডিলের মতো চলতি ওষুধও। সেই সব ওষুধের কোম্পানিগুলো ওষুধগুলি বানানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।