জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই! ফের আতঙ্ক জাগিয়ে কোভিড তার ধ্বংসলীলা শুরুর একেবারে প্রথম ধাপে কি, এমনটাই সংশ্লিষ্ট মহল মনে করছে। এরকম মনে হচ্ছে, কারণ, কোভিডে সংক্রমণ যে শুধু লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, তাই নয়, ঘটছে কোভিডমৃত্যুও। কেরলেই এখনও পর্যন্ত ১ জন মারা গিয়েছেন। তবে, শুধু ভারতে নয়, সারা বিশ্বের বহু জায়গাতেই ফিরছে মাস্ক পরার দিন। সিঙ্গাপুরে কোভিড -১৯ সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 100-Day Cough: '১০০ দিনের কাশি' নিয়ে উদ্বিগ্ন সারা দেশ! ৩ মাসে সংক্রমণ ২৫০ শতাংশ...


দেশের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, কোভিড-১৯-য়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৩১৭ জন! এদেশে কেস ফ্যাটালিটি রেট হল ১.১৯ শতাংশ। করোনা থেকে মুক্ত হয়েছেন অন্তত সাড়ে চার কোটি মানুষ! এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ডোজ দেওয়া সম্ভব হয়েছে।


এই বার কেরালাতেই প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়েছে। কর্নাটক সরকার ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা করেছে। স্বাস্থ্য দফতরের তরফে দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, মানুষের কাছে আবেদন করা হয়েছে, সকলে যেন সাবধানে থাকেন, আতঙ্ক না ছড়িয়ে যেন সমস্ত নিয়মকানুন প্রাথমিক ভাবে মেনে চলেন। আরও জানা গিয়েছ, একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। টেস্টিং কিট কেনা হবে। টেস্ট কিটের জোগান যাতে বাড়ে সেটা দেখা হবে।


আসরে এবার সব চেয়ে আতঙ্ক-ছড়ানো ভ্যারিয়েন্ট হয়ে দাঁড়িয়েছে 'পিরোলা' ওরফে 'বিএ.২.৮৬' (BA.2.86 or Pirola)। দেখা গিয়েছে, শীত পড়তেই এ বছর বেড়ছে করোনার দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন! এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি মৃত্যুই কেরালায়। কেরালাতেই কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ (JN.1) শনাক্ত হয়েছে। অন্য মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে।


আরও পড়ুন: Swine Flu H1N2: আতঙ্কের নাম শূকর! এবার মানবদেহেই মিলল সোয়াইন ফ্লু'র ভাইরাস...


গত শনিবার, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর (ICMR) জানিয়েছিল, কেরলের ৭৯ বছর বয়সী এক মহিলা কোভিড রোগীর দেহে কোভিড-১৯-এর এই সাব-ভেরিয়েন্ট জেএন.১ পাওয়া গিয়েছে। ওই মহিলা তিরুবনন্তপুরম জেলার বাসিন্দা। ৮ ডিসেম্বর জানা গিয়েছিল তিনি করোনা পজিটিভ। তার আগে, তাঁর শরীরে ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ ছিল। তবে, তিনি এখন সুস্থ। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)