নিজস্ব প্রতিবেদন: পুরুষ-মহিলা নির্বিশেষে একটা বড় সমস্যা হল গোপনাঙ্গে কালো দাগ। বিভিন্ন সময়ে এ নিয়ে অপ্রস্তুতে পড়তে হয়। ডাক্তার দেখিয়েও যে সর্বদা সমাধান মেলে, তা নয়। তারপরেও সমস্যা থেকেই যায়। তবে, জানেন কি? আমাদের ঘরেই রয়েছে এমন বহু টোটকা, যা দিয়ে অতি সহজে এই সমস্যার সমাধান করা যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন গোপনাঙ্গে কালো দাগ হয়?


বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে বহু কারণ থাকতে পারে। প্রথমত, চাপা বা টাইট অন্তর্বাস বা প্যান্ট পরলে নাকি এই সমস্যা হতে পারে। এছাড়া, বহু মানুষের হরমোনাল এবং স্কিনের সমস্যা থাকে। বয়স অবশ্যই এই ধরনের সমস্যার একটা কারণ হতে পারে। এছাড়া কারও Polycystic Ovary Syndrome (PCOS) থাকলে, এই ধরনের সমস্যা নাকি হতে পারে।


গোপনাঙ্গের কালো দাগ দূর করার উপায়?


  • -স্ক্রাবার নয়, বডি ওয়াশ ব্যবহার করুন।

  • -ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার।

  • -এমন কোনও প্রোডাক্ট ব্যবহার করুন যাতে চন্দন এবং হলুদের গুণাগুণ রয়েছে। 

  • -এক চামচ মধু এবং এক চামচ নারকেল তেল নিয়ে, হালকা গরম করুন। এরপর সেটা গোপনাঙ্গে লাগিয়ে, ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন।

  • -শসা এবং অ্যালোভেরা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে, সেটা ১৫ মিনিট লাগাতে পারেন। এরপর ধুয়ে নিন।

  • - কালো স্থানে আলু ঘষলে, খুব কার্যকর হয়। আলু যে কোনও ধরনের কালো দাগ হঠাতে সাহায্য করে।


    (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)