জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারণরোগে আক্রান্ত মহিলা। গিয়েছিলেন তার চিকিত্সা করাতে। শেষে কিনা চিকিত্সার দরুণ তার জিভটাই বদলে গেল! অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়ায় লোমশ কালো জিভ হয়ে গিয়েছে ওই মহিলার। যার পোশাকি নাম লিঙ্গুয়া ভিলোসা নাইগ্রা। শুধু যে জিভের রং বদলে গিয়েছে, তাই নয়। তাঁর চামড়ার রংও বদলে গিয়ে ধূসর হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা রেকটাল ক্যানসারে আক্রান্ত। ১৪ মাস আগে জাপানে তাঁর চিকিত্সা শুরু হয়। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে বছর ষাটেকের ওই মহিলাকে দেওয়া হয় মাইনোসাইক্লাইন। যা কিনা অ্যাকনে থেকে নিউমোনিয়া সবের নিরাময়েই ব্যবহার করা হয়ে থাকে। রিপোর্টে বলা হয়েছে, ওই মহিলাকে প্রতিদিন ১০০ মিলিগ্রাম করে মাইনোসাইক্লাইন দেওয়া হত। যাতে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর চামড়া ঝুলে যাওয়া আটকানো যায়। 


কিন্তু সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেই আবার হাইপারপিগমেনটেশন দেখা যায়। যার ফলে ওই মহিলার জিভ কালো বর্ণ ধারণ করে। মূলত তাঁর জিভে স্বাদকোরকগুলিই কালো রঙের হয়ে গিয়েছে সঙ্গে জিভে প্রচুর লোম গজায়। সেইসঙ্গে জিভে ব্যথাও রয়েছে। শুধু তাই নয়। ওই বৃদ্ধার গায়ের চামড়াও ধূসর রঙের হয়ে যায়। 


চিকিত্সকরা বলছেন, তাঁর মুখে ধূসর ছাপ মূলত মাইনোসাইক্লাইনের ফলে ত্বকে ক্ষতির কারণে হয়। মাইনোসাইক্লাইন অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে গেলে কালো হয়ে যায়। যা ত্বকের বর্ণহীনতাকে ডেকে আনে। এক্ষেত্রে তাঁরা তাঁর ওষুধের পরিবর্তন করেন। এর ৬ সপ্তাহ বাদে ওই মহিলা আবার তাঁর জিভের পূর্বের রং ফিরে পান। বদল আসে ত্বকের রঙেও। 


আরও পড়ুন, Shani Vakri 2023: শনির বক্রী! অর্থ লাভের যোগ, কপাল খুলে যাবে ৫ এই রাশির জাতকদের...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)