ওয়েব ডেস্ক : গাঁজা। নামটা শুনলেই কারোর মন নেশায় উড়ু উড়ু হয়ে যায়। কেউ কেউ আবার ভুরু কুঁচকে নাক সিঁটকান। জানেন কি, গাঁজা খাওয়ার এই গুণটা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাঁজা খেলে ভালো থাকবে আপনার চোখ। হ্যাঁ, একদম। গাঁজা খেলে আপনার রাত্রিকালীন দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে। কারণ, গাঁজার মধ্যে রয়েছে ক্যানাবিনয়েডস। যা অল্প আলোতেও দেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। এবার নাকি শুধু 'ছাড়পত্র' পাওয়ার অপেক্ষা।


গাঁজার উপর দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছেন কানাডা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক। তাদের গবেষণাতেই উঠে এসেছে এই তথ্য। গাঁজার মধ্যে লুকিয়ে রয়েছে আলো শনাক্তকরণ ক্ষমতা। মারিজুয়ানা বা গাঁজা বা ক্যানাবিস-এ রয়েছে ৫০০টি প্রাকৃতিক যৌগ। এরমধ্যে কমপক্ষে ৮৫টি যৌগ মিলে তৈরি করে ক্যানাবিনয়েডস। যারমধ্যে সবচেয়ে বেশি গুণসম্পন্ন হল THC বা টেট্রাহাইড্রোক্যানাবিনল ও CBD বা ক্যানাবিনল।