নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকরমাইকোসিসের সংক্রমণ। আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্ত মিলিয়ে রাজ্যে সংখ্যাটা এবার ৫০ ছাড়াল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্ল্যাক ফাঙ্গাসের নতুন এক রোগীর খোঁজ মিলল কলকাতার এসএসকেএমে। এই নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২৪।


আজ, রবিবার ব্ল্যাক ফাঙ্গাসের নতুন এক রোগীর খোঁজ মিলল কলকাতার এসএসকেএমে। এই নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২৪।


Mucormycosis-য়ে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন নতুন কেস ৪টি। এর মধ্যে ২জন এসএসকেএম-এরই; ১টি কেস  নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে (NBMCH)-র। এবং অন্যটি রামপুরহাট মেডিক্যাল কলেজে। এই চারটির মধ্যে ২টি কেস কলকাতার এবং বীরভূম ও উত্তর দিনাজপুর থেকে ১টি করে। এই নিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়াল  মোট ৩৩ জন। আগে সংখ্যাটা ছিল ২৯।


আরও পড়ুন: কতটা ভয়ঙ্কর Yellow Fungus? সাদা ও কালো ছত্রাকের চেয়ে কতটা আলাদা?


নতুন করে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এমন কোনও ঘটনা ঘটেনি। এ পর্যন্ত মিউকরমাইকোসিসে মৃতের সংখ্যা ৩। 


তবে আক্রান্ত বলে সন্দেহ এমন রোগীদের মধ্যে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দু'টি। একজন বছর পঞ্চাশের এক পুরুষ, অন্যজন ৮৬ বছরের মহিলা। দু'টি মৃত্যুই ঘটেছে গতকাল শনিবার (২৯ মে) সন্ধ্যায়।  এই নিয়ে আক্রান্ত বলে সন্দেহ এমন রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭।


আরও পড়ুন: সন্দেহ Black Fungus, বাঁকুড়া মেডিক্যালে ভর্তি আরও ২ রোগী